You have reached your daily news limit

Please log in to continue


এক শিক্ষার্থীর ৩০ বার আবেদন, মেধা তালিকায় নাম এলো ৩ বার!

স্কুলে ভর্তির ডিজিটাল লটারিতে জালিয়াতির তথ্য সামনের আসার পর নড়েচড়ে বসেছে ভর্তি কমিটি। তদন্তে বেরিয়ে এসেছে ভর্তি প্রক্রিয়ার কিছু ‘ফাঁকফোকর’। এছাড়া এ ধরনের জালিয়াতিতে জড়িত বেশ কিছু আবেদনকারীকে চিহ্নিত করেছে ভর্তি কমিটি।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় এক ছাত্রী তিনবার মেধাতালিকা সুযোগ পাওয়ার ঘটনা তদন্তে সামনে এসেছে অভিনব অনেক জালিয়াতির তথ্য। যারা এমন অসদুপায় অবলম্বন করেছে তারা ভর্তির সুযোগ পাবে না বলেও জানিয়েছে ভর্তি কমিটি।

এদিকে আবেদন প্রক্রিয়াটি রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে সম্পন্ন হওয়ায় আইডিয়াল স্কুলের ঘটনাটি তাদের তদন্ত করতে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

তদন্তে দেখা গেছে, ওই ছাত্রীর একই জন্মসনদ দিয়ে বিভিন্ন তথ্য পরিবর্তন করে মোট ৩০ বার আবেদন করা হয়েছে। একেক আবেদনে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয়। এতে আবেদন প্রক্রিয়ায় দুর্বলতায় ওই ছাত্রী ৩ বার ভর্তির সুযোগ পায়। 

স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফলাফলে দেখা গেছে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার দ্বিতীয় শ্রেণিতে মর্নিং শিফটে ইংলিশ ভার্সনের এক শিক্ষার্থীকে মেধাতালিকায় দুবার রাখা হয়েছে। এছাড়া একই শ্রেণির বাংলা ভার্সনের মর্নিং শিফটেও ওই শিক্ষার্থী মেধাতালিকায় রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন