কর ফাঁকি অনুসন্ধানে এবার মাঠে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল

কালের কণ্ঠ প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:২৯

আর্থিক খাতের দুর্নীতিবাজদের ধরতে বিএফআইইউ, দুদক, সিআইডির পাশাপাশি এবার মাঠে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জনবলসংকটের জেরে বিভিন্ন কর অঞ্চলে কর ফাঁকিবাজদের তালিকা দিয়ে মামলার নির্দেশনা দিয়েছিল এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।


এবার সারা দেশের প্রায় ৪০টি কর অঞ্চলে কর ফাঁকির মামলার নিষ্পত্তি, কর আদায়, জরিমানা ধার্য করাসহ নানা বিষয়ে অগ্রগতি পর্যবেক্ষণে নামছে সংস্থাটি। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।


এনবিআর সূত্র জানায়, অর্ন্তবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার চার মাস পেরিয়ে গেছে। এর মাঝে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থপাচারের মামলা করা হয়েছে। জনবল সংকটের জেরে সিআইসির পক্ষে সব কর ফাঁকির মামলা হাতে নেওয়া সম্ভব ছিল না।


তাই সংশ্লিষ্ট কর অঞ্চলে কর ফাঁকিবাজদের তালিকা দিয়ে তাদের বিরুদ্ধে কর ফাঁকির মামলা নিষ্পত্তি, কর আদায় ও জরিমানা ধার্য করার নির্দেশনা দিয়েছিল সিআইসি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও