ফেলুদা থেকে ‘বিদায় নিচ্ছেন’ সৃজিত, মন খারাপ টোটার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১৪:০৬
লেখক-নির্মাতা-আঁকিয়ে সত্যজিৎ রায়ের কালজয়ী চরিত্র ফেলুদা নিয়ে চারটি সিরিজ তৈরির পর এই গোয়েন্দাকে আর কোনো নির্মাণে রাখতে চাইছেন না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখার্জি।
এই ঘোষণায় মুষড়ে পড়েছেন সৃজিতের সিরিজের ফেলুদা চরিত্র করা অভিনেতা টোটা রায় চৌধুরী।
শুক্রবার থেকে হইচইয়ে দেখা যাবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর।’ আনন্দবাজার লিখেছে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ সিরিজের ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে সৃজিত এই ঘোষণা দেন।
ওটিটির জন্য ফেলুদার চারটি গল্প নিয়ে কাজ করেছেন সৃজিত। ফেলুদার গোয়েন্দাগিরি’ শিরোনামে দুইটি সিজন বানিয়েছেন সৃজিত। এছাড়া ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ নিয়েও সিরিজ করেছেন তিনি। এই তিনটি কাজ তিনি করেছেন ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে। আর ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ নিয়ে সৃজিত মাঠে নামেন গত বছর।