চলতি বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত ৫ জনেরই মৃত্যু

www.ajkerpatrika.com প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:৫২

চলতি বছরের শুরু থেকে ডিসেম্বরের প্রায় তৃতীয় সপ্তাহ পর্যন্ত দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত পাঁচজনের সবার মৃত্যু হয়েছে। সে হিসাবে এ বছর প্রাণঘাতী ভাইরাসটিতে মৃত্যুর হার ১০০ শতাংশ। গত বছর এতে মৃত্যুর হার ছিল ৭৭ শতাংশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ‘নিপাহ ভাইরাসের বিস্তার এবং ঝুঁকি’ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় এ তথ্য জানানো হয়।


মতবিনিময় সভায় আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকিবিষয়ক তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২০২৩ সালে ১৩ জন আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ১০ জন। সে বছর মৃত্যুর হার ছিল ৭৭ শতাংশ। গত বছর নতুন করে দেখা যায়, আক্রান্ত মায়ের দুধের মাধ্যমে শিশুর শরীরেও নিপাহ ভাইরাস ছড়ায়। এর প্রমাণ পাওয়া গেছে। আইইডিসিআরের পরিচালক জানান, এ বিষয়টি বাংলাদেশে প্রথম দেখা গেল।


আইইডিসিআরের তথ্য অনুযায়ী, মারাত্মক রোগ সৃষ্টিকারী এ ভাইরাসে সাধারণত আক্রান্ত রোগীর প্রায় ৭১ শতাংশ মারা যায়।


বাংলাদেশে মূলত ফলভুখ বাদুড়ের মাধ্যমে ছড়ায় নিপাহ ভাইরাস। চলতি বছর এতে আক্রান্ত পাঁচজনের দুজন শিশু, দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে দুজন মানিকগঞ্জ এবং খুলনা, শরীয়তপুর ও নওগাঁর একজন করে বাসিন্দা রয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও