৫৪ রানে অলআউট জিম্বাবুয়ে, রেকর্ড জয় আফগানিস্তানের
হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে দাপুটে জয় পেয়েছে আফগানিস্তান। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৮৬ রান তুলে আফগানিস্তান। যার জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। আর তাতে ২৩২ রানের রেকর্ড জয় পায় আফগানিস্তান।
ওয়ানডেতে এটাই আফগানদের সবচেয়ে বড় জয়। তবে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় জয়টা ভারতের। শ্রীলংকার বিপক্ষে ৩১৭ রানের জয়ের কীর্তি আছে ভারতের। ২০২৩ সালে হওয়া সেই ম্যাচে ভারত শ্রীলংকাকে টার্গেট দিয়েছিল ৩৯১ রানের।
এর আগে, প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২৮৬ রানের পুঁজি পায় আফগানিস্তান। ১২৮ বলে ১০৪ রান করেন ওপেনার সেদিকুল্লাহ আতাল। আরেক ওপেনার আব্দুল মালিকের ব্যাট থেকে আসে ৮৪ রান। এই দুই ব্যাটার ওপেনিং জুটিতেই করেন ১৯১ রান।
জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। মাঝে সিকান্দার রাজা ১৯ রানে অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দিতে পারেনি কেউ। ঘাজানফার ও নাভীদ জাদরানের বোলিং তোপে মাত্র ১৭.৫ ওভারে ৫৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। তিনটি করে উইকেট নেন এই দুই বোলার।