হত্যা মামলায় সাদপন্থিদের ‘মুখপাত্র’ মুয়াজ বিন নূর গ্রেপ্তার
ডেইলি স্টার
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:২৭
টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মুখপাত্র হিসেবে পরিচিত মুয়াজ বিন নূরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোররাতে ঢাকার উত্তরা থেকে মুয়াজকে গ্রেপ্তার করা হয়। তিনি এই মামলার পাঁচ নম্বর আসামি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন নামের এক ব্যক্তি। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত এস এম মোক্তার হোসেনের ছেলে ও জেলার আলমি শুরার সাথি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার
- সংঘর্ষে নিহত
- বিশ্ব ইজতেমা