হিমশীতল হ্রদ থেকে ফিরে এল অন্ধ বিড়াল
ঠান্ডায় হ্রদের ওপরের পানি বরফ হয়ে গেছে। ওই বরফের স্তর ভেঙে নিচের হাড়হিম পানিতে পড়ে যায় একটি বিড়াল। এ অবস্থায় প্রাণীটির বেঁচে ফেরা ছিল অনেকটাই দুঃসাধ্য। তবে স্থানীয় দুই ব্যক্তির চেষ্টায় বিড়ালটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ন্যাবনাসেট হ্রদে এ ঘটনা ঘটেছে। উদ্ধার করা বিড়ালটি অন্ধ, সেটির বয়স ২০ বছর, নাম ‘টিকি’।
ম্যাসাচুসেটসের ওয়েস্টলেক অ্যানিমেল কন্ট্রোলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে খবরটি জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়, ন্যাবনাসেট হ্রদের মাঝখানে ভাসমান একটি বরফখণ্ডের ওপর একটি বিড়াল দাঁড়িয়ে ছিল বলে ওয়েস্টলেক পুলিশ বিভাগকে ফোন করে জানিয়েছিলেন এক নারী।
ওই নারী বলেন, বিড়ালটির পায়ের নিচে বরফখণ্ডটি ফেটে যাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছিলেন তিনি। কিছুক্ষণ পর বিড়ালটি হিমশীতল পানিতে পড়ে যায়।
- ট্যাগ:
- জটিল
- বিড়াল
- জীবিত উদ্ধার
- বিচিত্র ঘটনা
- বরফের স্তর