অতিবৃষ্টিতে পেঁয়াজের ফলন কম, লোকসানের আশঙ্কা কৃষকের
মৌসুমের শুরুতে রাজবাড়ীতে অতিবৃষ্টির কারণে পেঁয়াজ রোপণ পিছিয়ে যাওয়ার পাশাপাশি এবার ফলনও কিছুটা কম হয়েছে। এতে লোকসানের আশঙ্কা করছেন কৃষক।
এ ছাড়া বাজারে কাঙ্ক্ষিত দাম না পেলে বিঘাপ্রতি ৫০ থেকে ৬০ হাজার টাকা লোকসানের শঙ্কার কথা বলেছেন চাষিরা। এমন পরিস্থিতিতে বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করারও দাবি তুলেছেন তারা।
তবে কৃষি বিভাগ বলছে, বাজারে এখন যে দামটা আছে এর থেকে একটু বেশি হলে কৃষক লাভবান হবেন।
কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পেঁয়াজ চাষি আব্দুল মালেক। তিনি এবার তিন বিঘা জমিতে পেঁয়াজ রোপণ করেছেন। এ পর্যন্ত তার খরচ হয়েছে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। তবে ক্ষেত দেখে তার মন খারাপ। কারণ গত বছরের চেয়ে এবার উৎপাদন কম হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গেলবার বিগেয় ৬০ থেকে ৭০ মণ পিজ (পেঁয়াজ) হইছে, কিন্তু ইবার হইছে মাত্র ৩০ থেকে ৩৫ মণ। যা ফলন হইছে তাতে তিন বিগেয় দেড় লাখ টাকা লস যাবি। এই ক্ষতি কী দিয়ে পূরণ হবি? সেই চিন্তাই করতেছি।