বিশ দিনে রিজার্ভ বেড়েছে ১২২ কোটি ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে। গ্রস রিজার্ভ বেড়ে ২৫ বিলিয়ন এবং নিট রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার ছুঁইছুঁই করছে।
সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। ডলারের প্রবাহ বাড়ায় আগস্ট থেকে বৈদেশিক ঋণ শোধ বাড়ানো হয়েছে। এতে ঋণের স্থিতি কমেছে। আমদানিও বাড়তে শুরু করেছে। ফলে আমদানি বাণিজ্যে স্থবিরতা কাটতে শুরু করেছে।
বৃহস্পতিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, ২০ দিনে দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ১২২ কোটি ডলার এবং একই সময়ে গ্রস রিজার্ভ বেড়েছে ৫০ কোটি ডলার। রিজার্ভ থেকে অর্থ নিয়ে বিভিন্ন তহবিলে বিনিয়োগ করা ডলার তুলে আনায় গ্রস রিজার্ভ কমছে। ওইসব অর্থ নিট রিজার্ভে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে নিট রিজার্ভ বেশি বাড়ছে।
২৮ নভেম্বর দিনের শুরুতে গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৪৪৬ কোটি ডলার। বৃহস্পতিবার দিনের শুরুতে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৬ কোটি ডলার বা ২৫ বিলিয়ন ডলারের কাছাকাছি। একই সময়ের ব্যবধানে নিট রিজার্ভ ১ হাজার ৮৭৪ কোটি ডলার থেকে বেড়ে ১ হাজার ৯৯৬ কোটি ডলার বা ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি দাঁড়িয়েছে।