এখনও বাজারে সয়াবিন তেলের সংকট
ব্যবসায়ী সিন্ডিকেটের সব দাবি মানার পরও বাজারে এখনও সয়াবিন তেলের সংকট রয়েছে। তদারকি সংস্থার নজরদারির অভাবে মিল থেকে কৃত্রিম সংকট তৈরি করায় ডিলারের কাছে পর্যাপ্ত তেল নেই। ফলে খুচরা পর্যায়ে সরবরাহে টান পড়েছে। এতে সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম আরেক দফা বেড়েছে।
এছাড়া খুচরা বাজারে এখনও মানভেদে আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬৫-৮০ টাকা। বাড়তি চালের দামও। সরবরাহ বাড়লেও বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ কিনতে ক্রেতার ৯০-১২৫ টাকা গুনতে হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকায় গিয়ে ঠেকেছে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াবাজার, জিনজিরা বাজার, রামপুরা বাজার, কাওরান বাজার ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, নভেম্বরের শুরু থেকে বাজারে ভোজ্যতেলের অস্থিরতা শুরু হয়। আন্তর্জাতিক বাজারে দাম বেশি বলে হাতেগোনা কয়েকটি কোম্পানি বেশি দামে তেল বিক্রি করতে মিল থেকে কৃত্রিম সংকট তৈরি করে। ডিলারের কাছে সরবরাহ কমিয়ে বাজার থেকে উধাও করা হয় বোতলজাত সয়াবিন তেল।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সংকট
- সয়াবিন তেল