শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে: দুদু
শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে নয়, দেশে গণহত্যা লুটপাট ধ্বংসের সঙ্গে জড়িত থাকার কারণে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চাই, যাতে আর বাংলাদেশ কেউ দানবিয়তা পুন:প্রতিষ্ঠার স্বপ্নও দেখতে না পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সংগীত শিল্পী বেবি নাজনীন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবু, রংপুর মহানগর আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।
দুদু বলেন, নির্বাচনকে আমরা যত হালকাভাবে নেব- সেটা নাও হতে পারে। সেই কারণে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন কঠিনও হতে পারে। সেভাবে আমাদের প্রস্তুত নিতে হবে।