চুল পড়া বন্ধ আর নতুন চুল গজাতে বেদানার রস
চুলের সমস্যার মধ্যে রয়েছে চুল পড়া, খুশকি, শুষ্কতা ও অকালপক্বতা অন্যতম। এ সমস্যাগুলো মোকাবিলা করতে আমরা সাধারণত রাসায়নিক শ্যাম্পু, তেল ও সিরাম ব্যবহার করে থাকি। কিন্তু এসব রাসায়নিক উপাদান অনেক সময় চুলের ক্ষতি করতে পারে। তেমনই চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য বজায় রাখতে প্রাকৃতিক উপাদান অনেক বেশি কার্যকরী। এর মধ্যে রয়েছে বেদানা একটি বিশেষ উপাদান, যা চুলের যত্নে অসাধারণ ফল দিতে পারে।
বেদানা একটি স্বাস্থ্যকর ফল, যা অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন-সি, ভিটামিন-ই, খনিজ এবং অন্যান্য পুষ্টিকর উপাদানে ভরপুর। এর মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্টগুলো চুল বৃদ্ধিতে সহায়তা করে থাকে। চুলের শিকড়কে শক্তিশালী করে এবং চুল পড়া রোধে কার্যকরী ভূমিকা পালন করে এই ফল। বেদানার মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানও মাথার ত্বকে প্রদাহ কমাতে সাহায্য করে, যা খুশকি ও অন্যান্য ত্বকের সমস্যা দূর করে থাকে। অতএব চুলের যত্নে বেদানার ব্যবহার হতে পারে এক নতুন আশা সঞ্চার।
১. বেদানার রস
বেদানার রস চুলের জন্য খুবই উপকারী। শ্যাম্পু করার পর চুল ও মাথার ত্বকে বেদানার রস লাগিয়ে দিন। এরপর দুই মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি চুলের স্বাভাবিক রঙ ধরে রাখতে সাহায্য করে এবং চুলে জেল্লা ফিরে আসে। বিশেষ করে নিষ্প্রাণ চুলে নতুন প্রাণ জোগাতে এটি কার্যকরী ভূমিকা পালন করে।
২. বেদানা বীজের তেল
বেদানার বীজের তেল চুলের জন্য একটি অত্যন্ত কার্যকরী উপাদান। এ তেলটি মাথার ত্বকে হালকা গরম করে মেখে আধ ঘণ্টা রেখে দিন। এর পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি চুলের শুষ্কতা দূর করে রুক্ষ চুলকে মসৃণ ও নরম করে তোলে। তা ছাড়া এটি মাথার ত্বকে আর্দ্রতা ধরে রাখে। ফলে চুলের স্বাভাবিক রক্ষা হয়।
- ট্যাগ:
- লাইফ
- ডালিম-বেদানা
- চুলের যত্ন