মিঠুন-আজিজুল-ইমরুলের ব্যাটে প্লেঅফে খুলনা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ২২:২৬

আগের ছয় ইনিংস মিলিয়ে মোহাম্মদ মিঠুন করেছিলেন ৫৮ রান। তিন ইনিংস খেলে ইমরুল কায়েসের রান ছিল ৩৬। অবশেষে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান জ্বলে উঠলেন জরুরি সময়ে। আজিজুল হাকিম তামিম তো টুর্নামেন্টের শুরু থেকেই দেখিয়ে চলেছেন প্রতিভার ঝলক। তরুণ ব্যাটসম্যান এবার ছাড়িয়ে গেলেন নিজেকেও। এই ত্রয়ীর ব্যাটিংয়ের সঙ্গে বোলারদের পারফরম্যান্সে প্লেঅফে পৌঁছে গেল খুলনা বিভাগ।


প্রথম চার ম্যাচে স্রেফ একটি জয় ছিল খুলনার। শেষ তিন ম্যাচে টানা জয়ে মোট আট পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে থেকে শেষ করল প্রাথমিক পর্ব। এই ম্যাচে হেরে যাওয়ায় অবশ্য খুব একটা ক্ষতিবৃদ্ধি হয়নি রংপুর বিভাগের। দুইয়ে থেকে তাদের প্লেঅফ খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই।


সিলেটে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে বৃহস্পতিবারের অন্য ম্যাচে দুই দলের সামনেই চ্যালেঞ্জ ছিল জয়ের পাশাপাশি রান রেটের কঠিন সমীকরণ মেলানো। সেখানে বরিশাল বিভাগকে ১৯ রানে হারালেও লাভ হয়নি ঢাকা বিভাগের। বাদ পড়ে গেছে দুই দলই। এ দিনের সকালের ম্যাচে হেরেও শেষ দল হিসেবে প্লেঅফে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম বিভাগ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও