কোটায় বদলেছে কারিকুলাম, পরীক্ষা বাতিল-সাত কলেজে অস্বস্তি
২০২৪, বাংলাদেশের ইতিহাসে ঘটনাবহুল একটি বছর। নজিরবিহীন নানা ঘটনার সাক্ষী হয়ে থাকবে বছরটি। বিশেষ করে ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। অবসান হয় প্রায় ১৬ বছরের ভয়াবহ ফ্যাসিবাদী শাসনব্যবস্থার। মূলত ওই গণঅভ্যুত্থানের সূত্রপাত হয় দেশের বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে।
জুলাই মাসের শুরুর দিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। সেই আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। আন্দোলনের মুখে একপর্যায়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠিত হয় নতুন সরকার।
নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে শিক্ষা খাতের দায়িত্ব পান ওয়াহিদউদ্দিন মাহমুদ। তার নেতৃত্বে নতুন কারিকুলাম বাতিলসহ এ খাতে বেশকিছু সিদ্ধান্ত আসে। এসব সিদ্ধান্ত যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে। এ ছাড়া বিভিন্ন দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সরকারকে অস্বস্তিতে ফেলে। এর বাইরে সরকারের সিদ্ধান্তে পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে ব্যক্তি ও এক পরিবারের বন্দনা। যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি।