৪২ বছর পর লাঞ্চ বক্স উদ্ধার

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩

১৯৮২ সালের ঘটনা। চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী দুপুরের খাবার নিয়ে এসেছিল একটি লাঞ্চ বক্সে। কিন্তু সেটি হারিয়ে যায়। ৪২ বছর পর হারিয়ে যাওয়া সেই লাঞ্চ বক্স উদ্ধার হয়েছে সম্প্রতি।


যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। রোনোকি সিটি পাবলিক স্কুল নামে ওই প্রাথমিক বিদ্যালয়ে সংস্কারকাজ চলাকালে একজন মিস্ত্রি সেই লাঞ্চ বক্স খুঁজে পান।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, ধাতব পদার্থের তৈরি লাঞ্চ বক্সের ভেতরে ছোট একটি খাবারের পাত্র ছিল। আর ছিল কাগজে আঁকা একটি ছবি। এ ছাড়া একটি কাগজে লেখা ছিল ট্রেসি ড্রেইন।


লাঞ্চ বক্সটি খুঁজে পাওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ এর ছবিসহ ফেসবুকে একটি পোস্ট দেয়। সেই পোস্ট নজরে আসে লাঞ্চ বক্সটির মালিক ট্রেসি ড্রেইন নামের এক ব্যক্তির। এরপর বিদ্যালয়ে এসে তিনি সেটি সংগ্রহ করেন। ট্রেসি ড্রেইন বলেন, ‘খুবই দারুণ একটা বিষয়। এটা দেখে আমার খুবই ভালো লাগছে। যত দূর মনে পড়ে, আমার মা একটি কাগজে আমার নাম লিখে লাঞ্চ বক্সে রেখে দিয়েছিলেন।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে