জাপানের শহরে বর্জ্য নিয়ম ভঙ্গকারীদের পরিচয় প্রকাশ করা হবে
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশ্বের কঠোরতম নিয়ম রয়েছে জাপানে। তবে দেশটির ফুকুশিমা শহর এই নিয়মকে আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, আগামী মার্চ থেকে ফুকুশিমা সরকার সেই বর্জ্য ব্যাগগুলো পরীক্ষা করবে, যেগুলো নিয়ম ভঙ্গ করা হয়েছে। সেই সঙ্গে কিছু ক্ষেত্রে নিয়ম ভঙ্গকারীদের নামও প্রকাশ করবে।
নতুন এই নিয়মটি মঙ্গলবার একটি পৌরসভায় পাস হয়েছে। এটি জাপানের দীর্ঘ মেয়াদি বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রচেষ্টার অংশ।
জাপানের অনেক শহরে বর্জ্য ব্যাগ খুলে পরীক্ষা করা হয়। কোনো কোনো ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশের নিয়ম রয়েছে। তবে ফুকুশিমা সম্ভবত প্রথম শহর, যেখানে ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠান উভয়ের নাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
গত বছর ফুকুশিমা ৯ হাজারের বেশি বেশি বর্জ্য নিয়ম ভঙ্গের ঘটনা রিপোর্ট করেছিল।