বাংলাদেশের হয়ে খেলার ঘোষণা দিতে যাচ্ছেন হামজা চৌধুরী?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন—কবে হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলবেন? বাফুফের কাছে সুনির্দিষ্ট উত্তর নেই। ফিফার প্লেয়ার স্টাটাস কমিটির দিকে তাকিয়ে তারা।


এমন অবস্থায় আজ কিছুক্ষণ আগে হামজা চৌধুরী তার ইন্সটাগ্রামে লিখেছেন ‘দুপুর একটায় (লন্ডন সময়) একটি দারুণ বিষয় শেয়ার করতে চাই সবার সঙ্গে।’


বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের সময়ের পার্থক্য ছয় ঘণ্টা। লন্ডনের একটা মানে বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা সাতটা। হামজা কি ঘোষণা দেবেন এটা নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে। হামজার এই স্ট্যাটাস নিয়ে বাফুফেও নীরব ভূমিকায়। অনেকের ধারণা, হামজার মাধ্যমেই বাফুফে কোনো চমক দিতে চায়। 


হামজা ইংল্যান্ডে বেড়ে উঠলেও বাংলাদেশের প্রতি তার অসম্ভব টান রয়েছে। বাংলাদেশের জার্সিতে খেলার ইচ্ছে তার অনেক দিনের। সেই ইচ্ছা বাস্তবায়নের প্রায় দোড়গোড়ায়। সেই সংবাদটি হয়তো তিনি আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন ফিফার সবুজ সংকেত পেয়ে। পরিবার বা তার ক্যারিয়ার নিয়েও কিছু বলতে পারেন। তার ঘোষণার আগ পর্যন্ত অবশ্য তাই এক প্রকার উৎকণ্ঠা কাজ করছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও