রোমান্টিক ব্রুকলিন ব্রিজে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩০

নিউইয়র্কে গেলে একবার ব্রুকলিন ব্রিজে যাই আমি। না গেলে ভালো লাগে না। এই যে ১ হাজার ৮২৫ মিটার দীর্ঘ সেতুটি, তার ওপর দিয়ে হেঁটে গেলে পুরো নিউইয়র্কটাই যেন ভেসে ওঠে চোখের সামনে। ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে ইস্ট রিভার। নদীর ছলাৎ ছলাৎ ঢেউয়ের শব্দ এসে কানে পৌঁছায় যখন, তখন নিচের দিকে তাকালে বুক হিম হয়ে আসে! এই প্রমত্তা নদীতে এ রকম সাহসী এক সেতু গড়ে তোলার কথা কীভাবে জন রোবলিংয়ের মাথায় এসেছিল?


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি সাবওয়ে বা মেট্রোর জাল দিয়ে এমনভাবে বেঁধে ফেলা হয়েছে যে একটু বুদ্ধি খরচ করলেই যেকোনো জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো যায়। ট্যাক্সি বা উবারে চড়ে মানুষ নিতান্ত বাধ্য হয়েই। কিংবা ছুটির দিনে একটু বিলাসী ভ্রমণে ব্যবহার করা হয় গাড়ি। নইলে সাবওয়েই আপন বাহন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও