গ্রাফিতিতে পোস্টার, ক্ষমা চাইলেন মেহজাবীন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:১৩

তনুর গ্রাফিতি ঢেকে ‘প্রিয় মালতী’ ছবির পোস্টার লাগানোয় ক্ষমা চেয়েছেন মেহজাবীন চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপে ঢাকা ইউনিভার্সিটি স্ন্যাকস (ডাস)-এর দেয়ালে আজ বুধবার বিকেলে পোস্টার সাঁটার ঘটনাটি নিয়ে ফেসবুকে নিন্দার ঝড় উঠলে সেই পোস্টার সরিয়ে ক্ষমা চেয়েছেন এই অভিনেত্রী।


ঘটনার ব্যাখ্যা দিয়ে সন্ধ্যায় মেহজাবীন ফেসবুকে লিখেছেন, ‘প্রিয় মালতী চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ (১৮ ডিসেম্বর) টিএসসিতে গিয়েছিলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড় ও অনিবার্যকারণ বসত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত ও অনাকাঙ্খিত অব্যস্থাপনায় একটি পোস্টার মরহুমা সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে লাগানো হয়ে যায়। আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান। পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছি।’


ধর্ষণ ও হত্যার শিকার কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর এভাবে পোস্টার সাঁটায় ক্ষুব্ধ হয়েছেন অনেকে। ঢাকা ট্রিবিউনের ফেসবুক লাইভে মন্তব্য করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকে। সেখানে সুমাইয়া ইসরাত জুঁই লিখেছেন, ‘মেহজাবিন কি অন্ধ! তনুর গ্রাফিতির উপর পোস্টার লাগালো!’ আফরিন জাহান লিখেছেন, ‘মেহজাবিন না হয় খ্যাতি পাইতে পাইতে মাথা খারাপ হয়ে গেছে। আপনারা যারা ছিলেন তারা ওকে মানা করতে পারেন নাই?’ রেজা রহমান লিখেছেন, ‘পোস্টার দিয়ে কেন চিত্রকর্ম ঢেঁকে ফেলা হলো?’ সবার উদ্দেশে ক্ষমা চেয়ে মেহজাবীন লেখেন, ‘আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যাবস্থপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও