![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-12-17%252Fr9q2i4ew%252FPic-Page-3.jpg%3Frect%3D58%252C0%252C345%252C230%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
পারিবারিক ব্যবসায় না থাকতে কেটে ফেললেন নিজের আঙুল
পরিবারের চাপে পড়ে ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজই করতে হয়। এমনকি লেখাপড়া বা পেশা বেছে নেওয়ার ক্ষেত্রেও কাউকে কাউকে পরিবারের চাপের কাছে নতিস্বীকার করতে হয়, বিসর্জন দিতে হয় নিজের ইচ্ছা ও স্বপ্নের।
কিন্তু পারিবারিক ব্যবসায় থাকবেন না বলে ভারতের এক ব্যক্তি যে কাণ্ড করেছেন, তা শুনে যে কারও গা শিউরে উঠতে পারে।
৩২ বছরের ওই ব্যক্তির নাম ময়ূর তারাপারা। ময়ূরের পরিবারের হীরার ব্যবসা আছে। ভারতের গুজরাট রাজ্যের সবচেয়ে বড় শহর সুরাটে তাদের হীরার দোকান ‘অনভ জেমস’। পারিবারিক প্রতিষ্ঠানে ময়ূর একজন কম্পিউটার অপারেট হিসেবে কাজ করছিলেন। যে কাজ তাঁর একেবারেই পছন্দ ছিল না; কিন্তু সাহস করে পরিবারকে এ কথা তিনি বলে উঠতে পারছিলেন না। এই টানাপোড়েনে ক্লান্ত ময়ূর কম্পিউটার অপারেটরের কাজ করা থেকে বাঁচতে ভয়ংকর এক পরিকল্পনা করেন। তিনি নিজেই একটি ছুরি দিয়ে তাঁর বা হাতের চারটি আঙুল কেটে বিচ্ছিন্ন করে ফেলেন।
- ট্যাগ:
- জটিল
- আঙ্গুল
- কেটে ফেলা
- পারিবারিক ব্যবসা