ত্বকের যত্নে স্ট্রবেরি ব্যবহার করলে এই ৭ উপকার পাবেন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:০৯

মজাদার স্ট্রবেরি খাওয়া যেমন শরীরের জন্য ভালো, তেমনি এটি ত্বকে ব্যবহার করলেও নানাভাবে হবেন উপকৃত। এটি যেমন ত্বক উজ্জ্বল করে, তেমনি কমায় ব্রণের প্রকোপও। জেনে নিন কেন এবং কীভাবে ত্বকের যত্নে স্ট্রবেরি ব্যবহার করবেন। 



  • ভিটামিন সি এর দারুণ উৎস স্ট্রবেরি। এটি দাগ দূর করে উজ্জ্বল করে ত্বক। ৫টি স্ট্রবেরির পেস্ট তৈরি করে নিন। ১ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান পেস্টটি। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

  • অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ স্ট্রবেরি ত্বক বলিরেখা পড়তে দেয় না সহজে। স্ট্রবেরির পেস্টের সঙ্গে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন।

  • ত্বকের বাড়তি তেল দূর করে ব্রণমুক্ত রাখে ত্বক। সংবেদনশীল ত্বকের ব্রণ দূর করার জন্য খুবই কার্যকর স্ট্রবেরি। কয়েকটি স্ট্রবেরি ব্লেন্ড করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এটি কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে ব্রণ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও