You have reached your daily news limit

Please log in to continue


খালি হচ্ছে ইজতেমার মাঠ, নিরাপত্তা জোরদার

টঙ্গীতে ইজতেমার মাঠ ও আশপাশের তিন কিলোমিটারের মধ্যে সভা-সমাবেশের ওপর পুলিশের নিষেধাজ্ঞা জারির পর ময়দান ছাড়তে শুরু করেছেন লোকজন।

বুধবার গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকার কথা বলা হয়েছে।

এর পর থেকেই আগতদের মাঠ ছেড়ে চলে যেতে দেখেন স্থানীয়রা।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. জাহিদুল ইসলাম বলেন, “নির্দেশনা অনুযায়ী মাঠ ছেড়ে দিতে বলা হয়েছে। ময়দান ও আশপাশে কোনো জমায়েত করা যাবে না। কোনো ধরনের মাইক ব্যবহারও করা যাবে না।”

মঙ্গলবার রাত ৩টার দিকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখল রাখাকে কেন্দ্র করে তাবলীগ জামাতের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত উভয় পক্ষের তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মাঠ ছাড়ার প্রসঙ্গে সাদপন্থি মুয়াজ বিন নূর বলেন, “সরকারের সঙ্গে আমাদের মুরুব্বিদের আলোচনার পর মাঠ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর থেকে আমাদের মুসল্লিরা চলে যাচ্ছেন। গতকাল আসার পথে বিভিন্ন স্থানে আমাদের মুসল্লিরা বাধার সম্মুখিন হয়েছেন। এজন্য আজ ফেরার পথে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আমরা শঙ্কিত।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন