চ্যাটের সময় পছন্দমতো ইমোজি তৈরি করতে পারবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬

ফোনে কিংবা সোশ্যাল মিডিয়ার ইনবক্সে সারাক্ষণ কারো না কারো সঙ্গে কথা বলছেন। চ্যাটের সময় ব্যবহার করছে নানান ইমোজি। যা মেসেজিং প্ল্যাটফর্মগুলোই আছে। তবে এখন আপনি চ্যাটের সময় যখন যা প্রয়োজন ইচ্ছামতো ইমোজি তৈরি করতে পারবেন।


সম্প্রতি আইপডওস ১৮.২ এবং আইওএস ১৮.২ লঞ্চ করেছে অ্যাপল। অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমে রয়েছে একাধিক নতুন ফিচার। অ্যাপলের নিজস্ব আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের সুবিধাও মিলবে এই অপারেটিং সিস্টেমে। সেই সঙ্গে অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট প্ল্যাটফর্ম সিরিতে অন্তর্ভুক্ত হয়েছে চ্যাটজিপিটি।


এর মাধ্যমেই সিরি-র পরিষেবার ব্যাপ্তি কয়েক গুণ বেড়েছে। এর পাশাপাশি ইমেজ প্লেগ্রাউন্ড, ইমেজ চেঞ্জ, জেনমোজির মতো একাধিক ফিচার যোগ হয়েছে এতে। জেনমোজি ফিচারের মাধ্যমে অ্যাপলের আইফোন বা আইপ্যাডে ইমোজি তৈরি করতে পারবেন আপনি। অর্থাৎ প্রচলিত ইমোজি ব্যবহার করতে যদি আপনি আগ্রহী না হন, তাহলে আপনার কাছে থাকবে বিকল্প তৈরির সুযোগ। জেনমোজির মাধ্যমে নিজের ইচ্ছামতো ইমোজি বানিয়ে ব্যবহার করতে পারেন আপনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও