ইসরায়েলকে সহায়তা: যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে ৫ ফিলিস্তিনির মামলা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৬
‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনে’ জড়িত ইসরায়েলি সামরিক বাহিনীকে মার্কিন সহায়তা বন্ধ করার চেষ্টায় যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করছে পাঁচ ফিলিস্তিনি।
আল জাজিরা জানিয়েছে, গাজা, অধিকৃত পশ্চিম তীর ও যুক্তরাষ্ট্রে বসবাসরত পাঁচ ফিলিস্তিনি মঙ্গলবার লেহি আইনের আওতায় এ মামলা করার ঘোষণা দেন।
নব্বইয়ের দশকে প্রণীত ওই মার্কিন ফেডারেল আইনে বিচারবহির্ভূত হত্যা এবং নির্যাতনের মত গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত বিদেশি সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের তহবিল যোগানো নিষিদ্ধ করা হয়েছে।