পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের স্বস্তি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দরকার ছিল বল হাতে ভালো শুরুর। প্রথম ৬ ওভারে বাংলাদেশ অন্তত সেই কাজটা বেশ ভালোভাবেই করেছে। তাসকিন আহমেদ এবং শেখ মাহেদি হাসানের জোড়া উইকেট শিকারে কিছুটা হলেও স্বস্তি পাওয়ার কথা বাংলাদেশ অধিনায়কের। প্রথম ম্যাচের মতো এদিনই নিজের স্পেলের প্রথম বলেই উইকেট পেয়েছেন তাসকিন। শেখ মেহেদিও নতুন বলে প্রমাণ করেছেন নিজের কার্যকারিতা। 


৬ ওভার শেষে উইন্ডিজদের সংগ্রহ ৩২ রান। উইকেট হারিয়েছে ৪টি। ক্রিজে আছেন রস্টন চেজ এবং ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল। 


হাসান মাহমুদের ইনিংসের প্রথম ওভারেই বাউন্ডারি পেয়েছিলেন ব্রেন্ডন কিং। পরের ওভারেই শেখ মাহেদিকে এক চার আর এক ছক্কায় ঝড়ের আভাস দেন জনসন চার্লস। অবশ্য সেটা আর হয়নি। তৃতীয় ওভারেই জোড়া উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। প্রথম বলেই দারুণ এক লেংথ ডেলিভারিতে কিংকে উইকেটের পেছনে ক্যাচ বানালেন তাসকিন। ৫ বলে ৮ রানে ফিরলেন। শেষ বলে ফ্লেচারকেও উইকেটের পেছনে ক্যাচ বানালেন। ৪ বলে শূন্য রানে ফিরলেন ফ্লেচার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও