You have reached your daily news limit

Please log in to continue


অসষ্ণিুতা ও গুজবের প্রকোপ

বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সরকারের দৈনন্দিন ও নির্বাচনমুখী কার্যক্রমকে প্রশ্নের মুখে ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন মহল নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা না যায় এবং সরকার যাতে নির্বিঘ্নে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে না পারে, এ উদ্দেশ্যে নানামুখী তৎপরতা চোখে পড়ার মতো।

বিভিন্ন মহলের এসব তৎপরতাকে অপতৎপরতা হিসাবেই বর্ণনা করা বোধকরি বেশি যুক্তিযুক্ত হবে। কারণ যখন কোনো তৎপরতা দেশের জনগণের বিরুদ্ধে চলে যায়, যখন এসবের প্রতি সাধারণ মানুষের কোনো সমর্থন থাকে না, তখন তাকে অপতৎপরতা ছাড়া আর কী বলা যায়? যারা এসব অপতৎপরতা নিয়ে দিবানিশি মাথা ঘামাচ্ছেন এবং যারা এসব নিয়ে নিজেদের নিদ্রা ত্যাগ করে সবসময় অঘটন ঘটানোর চেষ্টায় লিপ্ত রয়েছেন, তারা হয়তো ধরেই নিয়েছেন, তাদের এ অপতৎপরতার বিষয়টি দেশের জনগণ বুঝতে পারছে না। কিন্তু তাদের এ ধরনের অপতৎপরতা যে কত বড় বিভ্রম, তারা নিজেরাও সেটা অনুধাবন করতে পারছেন বলে মনে হয় না। গত ৫ আগস্টের পর থেকে দেশে কয়েকশ আন্দোলন-অবরোধ হয়েছে এবং এখনো এ ধরনের নানামুখী ধ্বংসাত্মক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। অনেক ক্ষেত্রে খুবই তুচ্ছ কারণে সড়কপথ, রেলপথ অবরোধ করার মতো ঘটনা ঘটানো হচ্ছে। এর সবকিছুই যে হচ্ছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে, সেটিও জনগণ বুঝতে পারছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন