ভিডিও কলে রাহাত ফতেহ আলীর সঙ্গে কী কথা হলো রুনা লায়লার
প্রথম আলো
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৩
অনুষ্ঠানটি ছিল রুবাইয়াত জাহান ও রাজা কাশেফের গাওয়া নতুন দেশাত্মবোধক গান ‘বাংলাদেশ তোমায় ভালোবাসি’–এর মিউজিক ভিডিওর প্রকাশনা। অনুষ্ঠান চলাকালে একটি ভিডিও কল এল রাজা কাশেফের মুঠোফোনে। তিনি ফোনটা এগিয়ে দিলেন রুনা লায়লাকে। ভিডিও কলে আর কেউ নন, উপমহাদেশের প্রখ্যাত সুফিগানের শিল্পী রাহাত ফতেহ আলী খান। তিনি রুনা লায়লার সঙ্গে কথা বলতে চাইছেন। ২১ ও ২৩ ডিসেম্বর দুটি অনুষ্ঠানে গান গাইতে বাংলাদেশে আসছেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। আর সেই সুবাদে কুশল বিনিময় করতেই রুনা লায়লাকে তিনি ফোনে খুঁজে নিলেন।
রুনা লায়লা উর্দুতেই কথা শুরু করলেন, ‘কেমন আছেন? শুনলাম, আপনি নাকি ঢাকায় আসছেন? খুব ভালো।’ অপর প্রান্ত থেকে অত্যন্ত বিনয়ী রাহাত ফতেহ আলী খান বললেন, ‘ভালো আছি। জি, আমি আসছি ২০ তারিখ। আপনি কেমন আছেন?’