![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2024December/qr-code-20241217120223.jpg)
কিউআর কোড স্ক্যান করে প্রতারণার ফাঁদে পুলিশ!
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৬
দোকানে কিউআর কোড স্ক্যান করে প্রতারণার ফাঁদে একের পর এক অ্যাকাউন্ট থেকে ২ লাখ ৩০ হাজার টাকা হারিয়েছেন এক পুলিশ কনস্টেবল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পুণেতে।
পুলিশ কনস্টেবলের দাবি, তিনি কাউকে ওটিপি শেয়ার করেননি। তারপরও এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়, পুণের সাসওয়াড়ের গ্রামীণ পুলিশের কনস্টেবল ওই ব্যক্তি। এক দোকানে জিনিসপত্র কিনে কিউআর কোড স্ক্যান করে টাকা পেমেন্ট করেন তিনি। এর কিছুক্ষণ পর তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় ১৮ হাজার ৭৫৫ টাকা।