পাপিয়া সারোয়ার : মাতৃরূপী সত্তার প্রতীক

ঢাকা পোষ্ট ড. অণিমা রায় প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৪

পাপিয়া সারোয়ার, নামটি উচ্চারিত হওয়া মাত্রই বাঙালির হৃদয়ে এক অতলস্পর্শী প্রশান্তি ও সুরের ছন্দময় অনুরণন জাগ্রত হয়। তিনি এক অদ্ভুত শিল্পসত্তার অধিকারিণী, যার জীবন ও কর্ম রবীন্দ্রনাথের গানের সাথে এমনভাবে মিশে ছিল যেন তার প্রতিটি সুর, প্রতিটি কথা নবজাগরণের সুরধ্বনি হয়ে মানুষের অন্তরে গেঁথে যায়। প্রয়াত এই সংগীত সাধিকা বাংলা সংস্কৃতির আকাশে এক নক্ষত্র, যার দীপ্তি চিরকাল অক্ষুণ্ন থাকবে।


পাপিয়া সারোয়ার ছিলেন বাংলাদেশের প্রথম সংগীতশিল্পী, যিনি রবীন্দ্রনাথের গান নিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনার জন্য শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাড়ি দেন। এটি ছিল এক অভূতপূর্ব পদক্ষেপ, যা শুধু তার নিজের জীবনের নয়, বরং সমগ্র বাংলার রবীন্দ্রসংগীতের অগ্রযাত্রার ক্ষেত্রে এক নবদিগন্তের সূচনা করে।


তার এই প্রবাস-অভিযান শুধু যে একাডেমিক পরিসরে তার স্থান নিশ্চিত করে, তা নয় বরং তিনি প্রমাণ করেন যে রবীন্দ্রনাথের গান কেবল আবেগ নয়, এটি জ্ঞানের গভীরতায় ডুব দিয়ে উপলব্ধি করার এক অসীম ভাণ্ডার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও