আগামী ১ জানুয়ারি থেকে প্রান্তিক খামার বন্ধের ঘোষণা খামারিদের
প্রথম আলো
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৫২
বাজারে ছোট খামারিদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ ১০ দফা দাবি জানিয়েছেন প্রান্তিক খামারিরা। এসব দাবি না মানলে আগামী ১ জানুয়ারি থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছেন তাঁরা।
গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন ঘোষণার কথা জানিয়েছে প্রান্তিক পোলট্রি খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বিজ্ঞপ্তিতে বিপিএ সভাপতি মো. সুমন হাওলাদার জানান, প্রান্তিক পোলট্রি খামারিদের স্বার্থ রক্ষা ও করপোরেট কোম্পানির সিন্ডিকেট বন্ধের দাবিতে তাঁরা এ কর্মসূচি ঘোষণা করেছেন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- প্রান্তিক
- খামারি