You have reached your daily news limit

Please log in to continue


১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে বাদ পড়লেন আদানি ও আম্বানি

সময়টা খারাপ যাচ্ছে ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির। একের পর এক জালিয়াতির অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। তার জেরে সম্পদের মূল্য কমছে আদানির। একই সঙ্গে আরেক ভারতীয় শীর্ষ ধনী মুকেশ আম্বানিরও সম্পদের মূল্য কমেছে।

এই পরিস্থিতিতে বছরের শেষ ভাগে এসে ব্লুমবার্গ ১০০ বিলিয়ন ক্লাব থেকে বাদ পড়েছেন বিশ্বের ও ভারতের এই শীর্ষ দুই ধনী। তবে সামগ্রিকভাবে চলতি বছর ভারতের ধনীদের সম্পদ বেড়েছে। খবর লাইভ মিন্ট

গৌতম আদানির পাশাপাশি মুকেশ আম্বানিরও সম্পদের মূল্য কমেছে। চলতি বছর মুকেশ আম্বানির জ্বালানি ও খুচরা ব্যবসায় ক্ষতি হয়েছে। সেই সঙ্গে বাড়ছে ঋণ। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা শঙ্কিত। জুলাইয়ে মুকেশ আম্বানির সম্পদের মূল্য ১২০ দশমিক ৮ বিলিয়ন বা ১২ হাজার ৮০ কোটি ডলার হলেও এখন তা কমে ৯৬ দশমিক ৭ বিলিয়ন বা ৯ হাজার ৬৭০ কোটি ডলারে নেমে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন