‘বাংলাদেশের বিজয়কে অস্বীকারের অপচেষ্টা’: মোদির পোস্ট নিয়ে সমালোচনার ঝড়
যুগান্তর
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:১৬
১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে পাকিস্তানের বৈষম্যের শেকল থেকে নিজেদের মুক্ত করে বাংলাদেশ। এদিকে ১৬ ডিসেম্বরকে ভারতও নিজেদের ‘বিজয় দিবস’ হিসেবে উদযাপন করে।
এই দিনকে কেন্দ্র করে সোমবার (১৬ ডিসেম্বর) ফেসবুকে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে পোস্টে তিনি লিখেছেন, ‘আজ, বিজয় দিবস। আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ জীবন উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে।’
মোদি আরও লিখেছেন, ‘এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে