You have reached your daily news limit

Please log in to continue


সারদায় প্রশিক্ষণে ‘এলোমেলোভাবে হেঁটে’ চলায় ২৫ এএসপিকে কারণ দর্শানোর নোটিশ

রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে থাকা ২৫ এএসপিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল রোববার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন স্বাক্ষরিত এক আদেশে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা প্রশিক্ষণ চলাকালে এলোমেলোভাবে হেঁটেছেন।

প্রশিক্ষণে থাকা ২৫ জন এএসপিকে পৃথকভাবে ওই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার বক্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হলেও তিনি দেখে তাঁর জবাব দেননি। আরেক কর্মকর্তা তানভীর সালেহীন ফোন ধরেননি। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস কর্মকর্তা (এআইজি) এনামুল হক জানান, প্রশিক্ষণে বিশৃঙ্খলার অভিযোগে ওই ২৫ জনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ‘গত ২৬ নভেম্বর সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মসূচি অনুযায়ী বিকেলের সেশনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্যারেড চালু হওয়ার পর কোম্পানির দায়িত্বপ্রাপ্ত সিএএসআই কেন্দ্রীয় কমান্ডের অংশ হিসেবে দৌড়ের নির্দেশ দিলে আপনি আরও কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে হেঁটে চলা শুরু করেন। আপনাদের কারণে মাঠের অন্য প্রশিক্ষণার্থীরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। আপনাকে বারবার দৌড়ানোর কথা বলা হলেও আপনি তাঁর কথায় কোনো কর্ণপাত না করে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলা শুরু করেন। আপনিসহ আপনার অন্য সহযোগীদের এরূপ কর্মকাণ্ডের ফলে মাঠে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। একজন প্রশিক্ষণরত এএসপি (প্রবেশনার) হিসেবে আপনার এরূপ আচরণ ও কার্যকলাপ মাঠের সার্বিক প্রশিক্ষণ কার্যক্রমকে চরমভাবে ব্যাহত করে এবং মাঠের অন্য প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত করে। আপনার এরূপ কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থী, যা অসদাচরণের শামিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন