দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি
শরীর ও মনকে চাঙা করতে চায়ের কদর আছে বেশ। তাই বলে সেই চা পান করতে কত টাকা খরচ করতে রাজি হবেন আপনি। ২০, ৫০ কিংবা সর্বোচ্চ ৫০০ থেকে হাজার টাকা। এর বেশি নিশ্চয় নয়। তবে দেশটা যখন সংযুক্ত আরব আমিরাত। বিশ্ব পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান দুবাই। তখন সেই চায়ের দাম লাখ টাকাও ছাড়িয়ে যেতে পারে।
তবে দাম যেমন বেশি এই চায়েও রয়েছে বিশেষত্ব। ২৪ ক্যারেট সোনা দিয়ে বিশেষ উপায়ে তৈরি হয় ‘গোল্ড কাড়াক’ নামের এই চা। যা পরিবেশন করা হয় রূপার কাপে। যেটি চাইলে উপহার হিসেবে নিয়েও আসতে পারেন ওই চা প্রেমী।
দুবাইয়ের ডিআইএফসি-এর অ্যামিরেটস ফিন্যান্সিয়াল টাওয়ারে বোহো ক্যাফেতে মিলছে এমন সাড়া জাগানো চা। যা ভারতীয় বংশোদ্ভূত সুচেতা শার্মা তার বিলাসবহুল বোহো ক্যাফেতে বিক্রি শুরু করেছেন।
এই চায়ের ওপর ২৪ ক্যারেট স্বর্ণের একটি তবক বা ফয়েল থাকে। আর এই স্বর্ণে চায়ের প্রতি কাপের দাম ভারতীয় মুদ্রায় এক লাখ ১৪ হাজার রুপি, বাংলাদেশি টাকায় যা দেড় লাখের বেশি। গ্রাহক চাইলে একইভাবে কফিও খেতে পারেন। তবে দাম পড়বে প্রায় একই। চা ও কফি ছাড়াও ক্যাফের মেনুতে অন্যান্য প্রিমিয়াম আইটেমগুলির মধ্যে রয়েছে গোল্ড স্যুভেনির কফি, গোল্ড-ডাস্টেড ক্রসেন্টস, গোল্ড ড্রিংকস এবং এমনকি গোল্ড আইসক্রিম।