বিটকয়েনে দুদিন পরপরই ‘সর্বকালের সর্বোচ্চ দামের রেকর্ড’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৬

এবার নতুন রেকর্ড উচ্চতা ছুঁলো বিটকয়েনের দাম। ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দাম এক লাখ পাঁচ হাজার ডলারে নেমে আসার আগে অল্প সময়ের জন্য এক লাখ ছয় হাজার ডলারে ওপরে উঠেছিল, যা এ যাবতকালে এর সর্বোচ্চ দাম।


৫ নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের বিজয়ের পর থেকে ক্রিপ্টোকারেন্সির মূল্য ৫০ শতাংশেরও বেশি বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।


সোমবার এশিয়ার বাণিজ্যে অল্প সময়ের জন্য এই মাইলফলকে পৌঁছায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে ক্রিপ্টোকারেন্সির প্রতি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ মনে করা হচ্ছে নবনির্বাচিত ট্রাম্প প্রশাসনকে।


বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, দেশের কৌশলগত তেল রিজার্ভের মতোই ডিজিটাল মুদ্রার একটি জাতীয় মজুদ তৈরির কথা বিবেচনা করছেন তিনি।


“অনেক বিনিয়োগকারী বিশ্বাস করেন, বছরের শেষ নাগাদ ১ লাখ ২০ হাজার ডলারে পৌঁছাবে বিটকয়েন। এমনকি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে দেড় লাখ ডলারের বেশি হওয়ারও সম্ভাবনা রয়েছে এই ডিজিটাল মুদ্রার,” বিবিসিকে বলেছেন ট্রেডিং প্ল্যাটফর্ম ‘এক্সএমডটকম’-এর পিটার ম্যাগুয়ের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও