You have reached your daily news limit

Please log in to continue


বীরশ্রেষ্ঠদের জীবনী ম্রোরা পড়বে নিজের ভাষায়

বাঙালির গৌরব, আত্মত্যাগ ও সাহসিকতার প্রতীক সাত বীরশ্রেষ্ঠর অবদান ম্রো জনগোষ্ঠীর কাছে তুলে ধরতে, তাদের জীবনী নিয়ে লেখা বই পাহাড়ি নৃ-গোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা ম্রো বর্ণমালায় প্রকাশিত হয়েছে।

বইটির লেখক বান্দরবানের চিম্বুক পাহাড়ের বাইট্যা পাড়ার বাসিন্দা ম্রো ভাষার লেখক ইয়াংঙান ম্রো। তিনি বলেন, “একটা দেশের জন্য তাদের অবদানের কথা আমরা জানি না। আমাদেরও জানা দরকার। কিন্তু বাংলায় লেখা হওয়ার কারণে জানার সুযোগ নেই। তখন থেকে এই সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে ম্রো ভাষায় লেখার ইচ্ছা পোষণ করি।”

একাত্তরের রণাঙ্গণে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন দেখানোর স্বীকৃতিতে শহীদ সাত মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়। বীরশ্রেষ্ঠ বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব।

ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, শহীদ মোহাম্মদ রুহুল আমিন, শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান, শহীদ সিপাহী মোস্তফা কামাল, শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠ।

তাদের নিয়ে ২০১৭ সালে থেকে প্রায় সাত বছর ধরে ম্রো ভাষায় লেখা ২৪ পৃষ্ঠার বইটির মোড়ক উন্মোচন হয় বুধবার সকালে বান্দরবান শহরের উজানি পাড়ার একটি রেস্তোরাঁয়। মোড়ক উন্মোচন করেন সুয়ালক ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়য়ের সাবেক প্রধান শিক্ষক চিত্তরঞ্জন জলদাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন