ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে উদ্যোগ, রাজাকারের তালিকায় ‘না’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৮

অন্তর্বর্তী সরকার। তবে বিজয়ের এত বছর পর রাজাকারের তালিকা করার কাজে এ সরকার হাত দেবে না বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।


মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি নেওয়া ৮৯ হাজার ২৩৫ জনের তথ্য এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের হাতে। এ কর্মকর্তা-কর্মচারীদের বাবা/মা/দাদার মুক্তিযোদ্ধার সনদ যাচাই করা হবে। এজন্য তাদের তথ্য প্রকাশ করা হবে ওয়েবসাইটে।


এছাড়া মুক্তিযোদ্ধাদের ৩৭টি ক্যাটাগরিতে প্রায় চার হাজার মামলা রয়েছে। সেগুলোও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার ন্যূনতম বয়সও পুনর্নির্ধারণ করা হবে। এসব বিষয় সামনে রেখে সনদ যাচাই-বাছাই হবে, বাদ দেওয়া হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও