You have reached your daily news limit

Please log in to continue


এবার দেখা যাবে রক্তে মাংসের দুঃখী রাজকন্যা রাপঞ্জেলকে

জার্মান লোক সংস্কৃতির জনপ্রিয় চরিত্র রাপঞ্জেল। সে অদ্ভূত ক্ষমতাধর একঝাঁক সোনালী চুলের অমর রাজকন্যা। একটি যাদুকরী ফুলের মাধ্যমে তার জন্ম। এক মন্দ রানী সেই ফুলটি চুরি করে রাপঞ্জেলকে জন্ম দেয়। তারপর তাকে একটি উঁচু টাওয়ারে বন্দী করে রাখে যাতে তার যাদুকরী ক্ষমতাগুলো অন্য কারও হাতে না আসে। বন্দী রাজকন্যার ক্ষমতাগুলো উপভোগ করতে থাকে তার মা।

রাপঞ্জেল জানে না যে সে একজন রাজকুমারী। একদিন এক চোর, ফ্লিন রাইডার, রাপঞ্জেলের টাওয়ারে পালিয়ে আসে রাপঞ্জেলকে উদ্ধার করে। রাপঞ্জেল তার প্রকৃত পরিচয় আবিষ্কার করে এবং নিজের স্বাধীনতা অর্জন করার চেষ্টায় অভিযান শুরু করে। এই গল্পটি অনেক পুরনো এবং এটি পৃথিবীজুড়ে জনপ্রিয়। ডিজনি ‘ট্যাঙ্গলড’ চলচ্চিত্রের মাধ্যমে রাপঞ্জেল নতুন প্রজন্মের মধ্যে আরও পরিচিত হয়ে উঠেছে।

ডিজনি তাদের জনপ্রিয় অ্যানিমেটেড ছবি ‘ট্যাঙ্গলড’ ছবিটি ২০১০ সালে মুক্তি দেয়। সেটি খুব ভালো ব্যবসা করেছিল বক্স অফিসে। বিশ্বব্যাপী প্রায় ১ বিলিয়ন ডলার আয় করে বড় সাফল্য অর্জন করেছিল। পরে একটি শর্ট ফিল্ম, একটি টিভি সিনেমা এবং একটি টিভি সিরিজ তৈরি করা হয় চরিত্রটিকে নিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন