শীত নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩

টানা কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহে দেশের কয়েকটি জেলায় বিপর্যস্ত জনজীবন। উত্তরের হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে লোকজন ঠিক মতো বাইরে বের হতে পারছে না। এ ছাড়া হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এমন পরিস্থতিতে শীত নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর।


সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা আছে আর দিনের প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন বুধবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। 


এতে আরো বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও