ফ্রান্সের মায়োত অঞ্চলে ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডব, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

প্রথম আলো ফ্রান্স প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪

ভারত মহাসাগরে ফ্রান্স–নিয়ন্ত্রিত মায়োত দ্বীপপুঞ্জ এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় কয়েক শ, এমনকি কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।


উদ্ধারকর্মীরা জীবিত মানুষের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। কিছু কিছু জায়গায় এখনো তাঁরা পৌঁছাতে পারেননি।


গত শনিবার মায়োতে আঘাত হানা ঘূর্ণিঝড় চিডোর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটারের বেশি। এতে সবকিছু তছনছ হয়ে যায়। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাসকারী দরিদ্র মানুষেরা বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।


মায়োতে ৩ লাখ ২০ হাজার মানুষের বসবাস। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলেছেন, খাবার, পানি ও আশ্রয়ের প্রচণ্ড সংকট থাকায় তাঁরা হিমশিম খাচ্ছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও