You have reached your daily news limit

Please log in to continue


বিজয় দিবস নিয়ে তারকাদের ভাবনা

৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে।

ইতিহাসে প্রথম, বছরে দ্বিতীয় ‘বিজয় দিবস’ পেল বাংলাদেশ। সাধারণ জনগণের পাশাপাশি তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান বিজয় দিবস নিয়ে পোস্ট দিয়েছেন। তারকাদের ভাবনা নিয়ে আজকের এই প্রতিবেদন।

সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে লিখেছেন, ‘সালাম বাংলাদেশ। সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ভালবাসা অবিরাম।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ভেরিফায়েড পেজে বলেন, ‘আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার পরিচয়, আমার অহংকার। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’

এদিকে শবনম ফারিয়া বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘এই দেশের মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, আজকে সেই দিন , ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন