বার্সেলোনাকে হারিয়ে লেগানেসের চমক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৭
নিজেদের একমাত্র ভালো সুযোগে এগিয়ে গেল লেগানেস। আক্রমণের বন্যায় তাদের ভাসিয়ে দিলেও আসল কাজ করতে পারল না বার্সেলোনা। অসংখ্য সুযোগ নষ্ট করে হেরেই গেল হান্সি ফ্লিকের দল।
লা লিগায় রোববার রাতে নিজেদের মাঠে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। ম্যাচের শুরুর দিকেই সের্হিও গনসালেসের গোল গড়ে দিয়েছে ব্যবধান।
লিগে ঘরের মাঠে টানা দুই ম্যাচে হারল বার্সেলোনা। এই ম্যাচের আগে লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা।
৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২০ শট নিয়ে কেবল চারটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। অন্য দিকে লেগানেসর ৬ শটের চারটি ছিল লক্ষ্যে।
- ট্যাগ:
- খেলা
- স্প্যানিশ লা লিগা