You have reached your daily news limit

Please log in to continue


মদ্যপ ড্রাইভারকে ধরিয়ে দেবে ‘বিশ্বের প্রথম’ এআই ক্যামেরা

অ্যালকোহল বা মাদক সেবন করে গাড়ি চালান এমন চালকদের জন্য ‘বিশ্বে প্রথমবারের’ মতো আনা হয়েছে এক যুগান্তকারী এআই ক্যামেরা। যা মদ্যপ চালকদের সহজেই টার্গেট করতে পারবে বলে দাবি এর নির্মাতাদের।

প্রথমবারের মতো এই এআই ক্যামেরা নিয়ে যুক্তরাজ্যের দুই কাউন্টি ডেভন ও কর্নওয়ালে পরীক্ষা করার কথা প্রতিবেদনে লিখেছে বিবিসি।

অত্যাধুনিক এই ‘হেডস-আপ’ মেশিনটি মদ্যপান বা মাদক সেবন করেছেন এমন চালকদের টার্গেট করতে কাজ করবে এবং রাস্তায় চালকদের ব্যবহার এবং আচরণও শনাক্ত কররে এটি।

পুলিশরা চাইলে চলতি পথে গাড়ি থামাতে, চালকের সঙ্গে কথা বলতে, অ্যালকোহল ও অবৈধ মাদকের জন্য রাস্তার পাশে তাদের পরীক্ষাও করতে পারবেন এ ক্যামেরার মাধ্যমে।

যুক্তরাজ্যভিত্তিক ক্যামেরা নির্মাতা কোম্পানি ‘অ্যাকিউসেনসাস’-এর মহাব্যবস্থাপক জিওফ কলিন্স বলেছেন, “আমরা এখানে অর্থাৎ ডেভন ও কর্নওয়ালে বিশ্বে প্রথমবারের মতো ক্যামেরাটির পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে পেরে আনন্দিত।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন