You have reached your daily news limit

Please log in to continue


বিজয়ের মাসে শিল্পকলায় কেন ‘ডিসেম্বরের উৎসব’

বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে নানা আয়োজন সাজিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি; সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ডিসেম্বরের উৎসব’, যা নিয়ে নানা আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত বছরও ডিসেম্বর মাসজুড়ে শিল্পকলা একাডেমির আয়োজনের শিরোনাম ছিল ‘বিজয়ের উৎসব’। তাহলে এবারের আয়োজন কেন ‘ডিসেম্বরের উৎসব’ নাম পেল, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

তাদের কেউ কেউ বলছেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে ফেলার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে’ শিল্পকলার উৎসবের এবার এমন নামকরণ।

কেউ কেউ আবার একে দেখছেন ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান থেকে বাদ পড়া, ৭ মার্চ জাতীয় দিবসের তালিকা থেকে বাদ পড়ার ‘ধারাবাহিকতা’ হিসেবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন ফেইসবুকে লিখেছেন- “বাংলাদেশ শিল্পকলা একাডেমি! ডিসেম্বর উৎসব কি জিনিস রে ভাই? ডিসেম্বরের বিজয় উৎসব কোথায় গেল? কার কাছে জানতে চাইব? কে দেবে উত্তর?”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন