ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে রেয়াল মাদ্রিদের প্রতিপক্ষ চূড়ান্ত
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে খেলবে রেয়াল মাদ্রিদ। প্লে-অফে মিশরের ক্লাব আল আহলিকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে জায়গা করে নিয়েছে পাচুকা।
প্লে-অফে শনিবার ১২০ মিনিটের লড়াই শেষ হয় গোলশূন্য সমতায়। পরে টাইব্রেকারে প্রথম দুটি শটে ব্যর্থ হওয়ার পরও ৬-৫ গোলের জয় পায় পাচুকা।
আগের ফিফা ক্লাব বিশ্বকাপের বদলে নতুন আঙ্গিকে বিভিন্ন মহাদেশের সেরা ক্লাবগুলোর এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী বুধবার, কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে। গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জিতে সরাসরি ফাইনালে খেলার সুযোগ পেয়েছে রেয়াল।
ফাইনালে রেয়ালের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ঊরুর চোটের কারণে শনিবার লা লিগায় রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে খেলতে পারেননি বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।
লুসাইল স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। পরে টাইব্রেকারে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা।
- ট্যাগ:
- খেলা
- আন্তর্জাতিক ফুটবল
- ক্লাব ফুটবল