You have reached your daily news limit

Please log in to continue


ভারতের বিপক্ষে যে রেকর্ডে এখন এক নম্বরে স্মিথ

তাঁর এর আগের সেঞ্চুরিটা ছিল ২০২৩ সালের জুনে, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর এই ১৮ মাসে টানা ২৪ ইনিংসে কখনো তিন অঙ্কে পৌঁছাতে পারেননি স্টিভেন স্মিথ। পৌঁছালেন আজ ব্রিসবেনে, ভারতের বিপক্ষে।

দীর্ঘ বিরতির পর পাওয়া সেঞ্চুরির এই ইনিংসে স্মিথ ১৯০ বলে ১২ চারে করেছেন ১০১ রান। ৩৩তম টেস্ট সেঞ্চুরিতে তিনি ছাড়িয়ে গেছেন স্টিভ ওয়াহকে (৩২ সেঞ্চুরি)। অস্ট্রেলিয়ার হয়ে স্মিথের চেয়ে বেশি সেঞ্চুরি এখন শুধু রিকি পন্টিংয়ের, ৪১টি।

এই সেঞ্চুরিতে আরও একটা রেকর্ড হয়ে গেছে স্মিথের। ভারতের বিপক্ষে এটি তাঁর দশম টেস্ট সেঞ্চুরি, তিন সংস্করণ মিলিয়ে ১৫তম। ভারতের বিপক্ষে স্মিথের বাকি ৫টি সেঞ্চুরিই ওয়ানডেতে। এখন ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক স্মিথ।

এত দিন তিন সংস্করণ মিলিয়ে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল স্মিথেরই পূর্বসূরি রিকি পন্টিংয়ের। আন্তর্জাতিক ক্যারিয়ারে পন্টিংয়ের ৭১টি সেঞ্চুরির ১৪টি ভারতের বিপক্ষে। এর মধ্যে টেস্টে ৮টি, ওয়ানডেতে ৬টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন