‘মহানগর ৩’-এর অপেক্ষায় অনির্বাণ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০১

ওটিটির আলোচিত সিরিজ ‘মহানগর ২’ শেষ হয়েছিল দারুণ চমক রেখে। যে দৃশ্যে কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বুঝিয়ে দেন যাবতীয় কুকর্মের কলকাঠি আর কেউ নন, নাড়ছেন তিনি।


খুব সংক্ষিপ্ত দৃশ্য করে বিদায় নেওয়ায়, অনির্বাণকে ফের দেখতে এই সিরিজের তৃতীয় পর্বের জন্য কেবল দর্শকরাই আগ্রহী নয়, আগ্রহ আছে অনির্বাণের নিজেরও।


অভিনেতা বলেছেন তৃতীয় কিস্তির জন্য তিনি ‘অপেক্ষা করছেন’। কারণ ওসি হারুনের কাহিনী নিয়ে জমজমাট গল্পের ওই সিরিজের রজক আলী চরিত্রের জন্য নির্মাতা আশফাক নিপুণের কাছ থেকে ডাক পাওয়ার কথা রয়েছে অনির্বাণের।


আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অনির্বাণ বলেন, “সিরিজ় ‘মহানগর ৩’র অপেক্ষায় রয়েছি। দ্বিতীয় পর্বের একেবারে শেষ দৃশ্যে ছিলাম। ‘মহানগর ৩’ হলে আমার ডাক পাওয়ার কথা। কবে করবে জানি না।”


অগাস্টে সরকার পতনের পর বাংলাদেশ-ভারতের বর্তমান সম্পর্কের মধ্যেও ঢাকায় এসে কাজ করতে অনির্বাণের কোনো ‘আপত্তি নেই’ বলেও জানিয়েছেন তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও