ঘূর্ণিঝড় চিডো : ফ্রান্সের মায়োতে নিহতের সংখ্যা বেড়ে ১৪

কালের কণ্ঠ ফ্রান্স প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:১৫

ভারত মহাসাগরের ফরাসি অঞ্চল মায়োতে প্রবল ঘূর্ণিঝড় চিডো আঘাত হানায় রবিবার পর্যন্ত কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তবে হতাহতের পুরো সংখ্যা জানতে কয়েক দিন সময় লাগবে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন।


এদিকে উদ্ধারকর্মী ও ত্রাণ আকাশ ও সমুদ্রপথে পৌঁছানো হচ্ছে।

তবে বিমানবন্দর ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ক্ষতির কারণে তাদের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি সেখানে দীর্ঘদিন ধরে পরিষ্কার সুপেয় পানির সংকট ছিল।


একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ১৪ জনের মৃতদেহ একটি প্রাথমিক তালিকায় গণনা করা হয়েছে। এ ছাড়া মায়োতের রাজধানী মামুদজু শহরের মেয়র আম্বদিলওয়াহেদু সৌমায়িলা জানিয়েছেন, গুরুতরভাবে আহত ৯ জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এবং ২৪৬ জন গুরুতর আহত হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও