বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনসাইটসের উদ্বোধন

প্রিয় প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫

ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটোরিয়াম ৫০৫-এ এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনসাইটসের (বিডিআই) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 'প্রমাণের অগ্রযাত্রা' শীর্ষক অনুষ্ঠানে একত্রিত হন দেশের ও আন্তর্জাতিক পর্যায়ের অ্যাকাডেমিশিয়ান, গবেষক ও নীতিনির্ধারকরা।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠানের শুরুতেই বিডিআইয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের পরিচয় করিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রুবাইয়া মুরশেদ। এরপর উদ্বোধনী বক্তব্য রাখেন মোনাশ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সিডিইএসের পরিচালক ড. আসাদ ইসলাম।


তিনি বলেন, 'দেশের নীতি-প্রণয়নে গবেষণা ও তথ্যের ভূমিকা নিশ্চিত না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই প্ল্যাটফর্ম সেই অভাব পূরণে কাজ করবে।'


এরপর 'চ্যালেঞ্জ ও সম্ভাবনা: প্রমাণভিত্তিক নীতি-প্রণয়ন' শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন বিশিষ্ট গবেষকগণ। আলোচনায় বক্তব্য রাখেন ড. মেহরাব বখতিয়ার (আইএফপিআরআই), ড. আবু পারভেজ শঞ্চয় (ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) এবং ড. আদনান ফকির (সাসেক্স বিশ্ববিদ্যালয়)। তারা প্রমাণভিত্তিক নীতি প্রণয়নের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং একমত হন যে উন্নয়নকে এগিয়ে নিতে গবেষণালব্ধ তথ্যই পারে সঠিক দিকনির্দেশনা দিতে।


অনুষ্ঠানে উপস্থিত গবেষক, অ্যাকাডেমিক ও নীতিনির্ধারকরা মত প্রকাশ করেন যে বিডিআই একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, যেখানে গবেষণাভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে সমাজের নানা সমস্যার সমাধানে বাস্তবসম্মত নীতি নির্ধারণ করা যাবে।


অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সমাপনী বক্তব্যে ড. আবু পারভেজ শঞ্চয় বলেন, 'বিডিআইয়ের লক্ষ্য থাকবে গবেষণাকে শুধু অ্যাকাডেমিক পরিসরে সীমাবদ্ধ না রেখে বাস্তব নীতিতে রূপান্তর করা।'


এই আয়োজনকে ঘিরে গবেষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। প্রমাণভিত্তিক নীতি-প্রণয়নের জন্য এটি একটি বড় পদক্ষেপ, যা বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নতুন দিশা দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও