You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল সরে যাচ্ছে, ভেঙে গলে যাওয়ার আশঙ্কা

বছরের বেশির ভাগ সময় ঘূর্ণাবর্তে আটকে থাকার পর বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ (হিমশৈল) নিজ অবস্থান থেকে আবারও সরে যাচ্ছে।

‘এ২৩এ’ নামের এ হিমশৈল আয়তনে ৩ হাজার ৮০০ বর্গকিলোমিটার (দেড় হাজার বর্গমাইল), যা আকারে ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের দ্বিগুণের বেশি। হিমশৈলটির ঘনত্ব ৪০০ মিটার (১ হাজার ৩১২ ফুট)। ১৯৮৬ সালে এটি অ্যান্টার্কটিক মহাসাগর (দক্ষিণ মহাসাগর নামেও পরিচিত) থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে শিগগিরই তা এ মহাসাগরের উপকূলে যুক্ত হয়।

‘এ২৩এ’–এর পুরুত্ব এতটাই বেশি যে এর নিম্নভাগ দক্ষিণ মহাসাগরের অংশ ওয়েডেল সাগরের তলদেশ স্পর্শ করেছিল। আর সেখানেই স্থির হয়ে ছিল ৩০ বছরের বেশি সময়।

বিজ্ঞানীরা বলছেন, ‘এ২৩এ’ নতুন করে ২০২০ সাল থেকে উত্তর দিকে সরে যেতে শুরু করেছে। এর আগে সাউথ অর্কনে দ্বীপপুঞ্জের কাছে এক বিশাল পানির ঘূর্ণাবর্তে ঘুরছিল এটি।

গত শুক্রবার ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস) বলেছে, হিমশৈলটি এখন আরও উত্তরে ভেসে চলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন